স্মৃতির নেপথ্যে একটি ডুব অপেক্ষমান নদীটি; বুকের ভেতরেকামনার থৈ থৈ জল। প্রগাঢ় গভীরেযখনই ছুঁড়েছি ঢিল, পুলকিত ঢেউতার শরীর দুলিয়ে চোখ মেরেমেরেনিকটে এগোত খুব! হাঁটুপথে নেমেদু› হাতে ছুঁতাম বুক, আঙুলের নিবেএঁকেছি পানের পাতা; প্রিয় সুষমারশরীরের ভাঁজেভাঁজে। গোপন শক্তিরাকানে কানে যেত বলে খেলবে...